শুরু হলো লৌহজংয়ে বাসন্তী পূজা

  লৌহজং প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১৩:১১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭

বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উংসব বাসন্তি পূজার শুরু হলো আজ। বোধনের মধ্য দিয়ে শুরু বাসন্তি পূজা শেষ হবে ৩১ মার্চ। লৌহজংয়ের কেন্দ্রীয় নিবারণ ভট্টাচার্যর মহাশ্মশানে পঞ্চম বার্ষিকী এ পূজার আয়োজন করেছে মহাশ্মশান  তরুন সমাজ। 

প্রতিবছরের মত এবছরও দেশের বিভিন্ন স্থান হতে তরুন  সমাজ  বাসন্তী উংসব ও পূজা ঘিরে নানা ধর্মীয় কর্মসূচী  ও মেলার আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত