শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘শ্বশুর মেলা’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:০৬

ফাইল ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় এবার প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী শুরু হয়েছে ‘শ্বশুর মেলা’। সিঁড়িঘাট তেঘরিয়া এলাকার জয়বাংলা বাজার কমিটি এই মেলার আয়োজন করে। মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ মেলা ঘিরে এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ।

শ্বশুর মেলায় ১০০ টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এদের মধ্যে রয়েছে দেশীয় বস্ত্র,কসমেটিক্স অ্যান্ড বিউটিএইডস, জুতা ও চামড়াজাত পণ্যর ব্যাগ, স্পোর্টস আইটেম,খেলনা, স্টেশনারি, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে।

মেলার আয়োজক কমিটি ও স্থানীয়রা বলছেন, এই শ্বশুর মেলা উপলক্ষ্যে তেঘরিয়া এলাকায় আনন্দ উল্লাস চলছে। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে, এলাকার জামাইয়েরা তাদের শ্বশুর-শাশুড়িকে দাওয়াত করে তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানো। শীতকালে এবার এলাকায় জামাইয়ের শ্বশুরবাড়িতে না গিয়ে শশুর-শাশুড়িকে দাওয়াত করে জামাই বাড়িতে এনেছে। মেলায় নাতিদের নিয়ে নানারা ঘুরে বেড়িয়ে আনন্দ উল্লাস করছে।

হারিয়ে যাওয়া পারিবারিক বন্ধন অটুট রাখতে বিজয়ের মাসে জামালপুরে মাদারগঞ্জে এর আগে শুরু হয়েছিল ৫ দিনব্যাপী জামাই মেলা। মেলা নয় এটি যেন ছিল ঈদ উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাইরা এসে মেলা থেকে মাছ কিনে নিয়ে গিয়েছেন শ্বশুরবাড়ি। এতে শ্বশুরবাড়ির লোকজনের মাঝেও দেখা দিয়েছে আনন্দ উৎসব। 

উপজেলার তেঘরিয়া জয় বাংলা বাজারে পাশে একটি মাঠে এ ‘শ্বশুর মেলা’ শুরু হয়েছে। ২৭ জুলাই বিকেল ৪টায় বিআরডিবি কেন্দ্রীয় পরিচালক মনিরুজ্জামান জুয়েল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন। মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক উজ্জ্বল মেম্বার, সদস্য সচিব মিস্টার জামিল খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। মেলায় দোলনা, নাগরদোলা, ট্রেন-পুতুল নাচসহ বহু আইটেমের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। মেলাকে ঘিরে খেলনা, তৈষজপত্র, খাদ্যদ্রব্য, কাপড়, শীতবস্ত্রসহ বাহারি  পণ্যের সমাহারে ভরে ওঠেছে। আয়োজকরা জানান-সব সময় জামাইদের আদর-সোহাগ এবং দাওয়াত করা হয়। এই মেলাকে ঘিরে জামাইগণ এবার শ্বশুরদেরও অনুরূপ যত্নসহ মুল্যায়িত করার রেওয়াজ চালু হবে।

পারিবারিক ও সামাজিক বন্ধন বৃদ্ধি করাই যেন এই সকল আয়োজনের মূল উদ্দেশ্য।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত