শুধু মেসি নয়, পিএসজির আরও তিন ফুটবলার করোনায় আক্রান্ত
প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১৯:৩২ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫২
ফের বিশ্বজুড়ে ব্যাপক আকারে করোনা ভাইরাস ছড়াচ্ছে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। ইংলিশ প্রিমিয়ার লিগে কয়েকদিন ধরেই ক্লাবগুলোতে করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এবার লিগ ওয়ানেও পাওয়া গেল করোনার খবর। বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি কোভিড পজিটিভ হয়েছেন।
শুধু লিওনেল মেসি নয়, তার সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ক্লাবটির আরও তিন জন ফুটবলার। রোববার (২ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পিএসজি। বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘কোভিড-১৯ পজিটিভ হওয়া চার খেলোয়াড় হলেন- লিওনেল মেসি, হুয়ান বের্নাত, সের্হিও রিকো ও নাথান বিতুমাজালা। বর্তমানে তারা সবাই আইসোলেশনে রয়েছেন। এবং যথাযথ স্বাস্থ্যগত প্রোটোকলের মধ্যে রয়েছেন। ’
পিএসজি আরও জানায়, দলের গুরুত্বপূর্ণ সদস্য নেইমার তিন সপ্তাহ পরেই অনুশীলনে যোগ দিতে পারবেন। সোমবার (৩ জানুয়ারি) ফরাসি কাপে ভেনেসের বিপক্ষে মাঠে নামবে ক্লাবটি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত