শুটিংয়ের মাঝেই মারা যান শাহীনুর সরোয়ার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ১২:১৮ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:১১

বর্ষীয়ান অভিনেতা শাহীনুর সরোয়ার আর নেই। খাগড়াছড়ির একটি পাহাড়ে শুটিংয়ের মাঝেই মারা যান এ অভিনেতা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাহীনুর সরোয়ার চট্টগ্রামের ‘প্রতিনিধি নাট্য সম্প্রদায়’-এর কর্মী, মঞ্চ, টিভি, চলচ্চিত্র অভিনেতা ও মেকাপ আর্টিস্ট হিসেবে সবার প্রিয় ছিলেন।

শাহীনুর সরোয়ার চলচ্চিত্র শুটিং সংক্রান্ত কাজে গত কয়েকদিন ধরে খাগড়াছড়িতে অবস্থান করছিলেন। ‘বলী’ [দ্য রেসলার] নামের একটি সিনেমায় ছোট একটি চরিত্র অভিনয় করতে এসেছিলেন তিনি।

চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ শাহীনুর সরোয়ার। কানাডার টরন্টোতে এই মুহূর্তে ‘বলী’ [দ্য রেসলার] ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত