শুক্রবারের লোডশেডিং
প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১১:০৮ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫
সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো গত মঙ্গলবার থেকে সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা তৈরি করা শুরু করেছে। সে অনুযায়ী আজ শুক্রবারের (২১ জুলাই) তালিকা প্রকাশ করেছে তারা। কোম্পানি দুইটির ওয়েবসাইটের নির্দিষ্ট লিংককে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।
বিদ্যুতের অন্য চার বিতরণ কোম্পানির মধ্যে নেসকো, পিডিবি, আরইবি এবং ওজোপাডিকো এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে কোনও তালিকা প্রকাশ করেনি।
নিচের লিংকে ডিপিডিসি ও ডেসকোর মঙ্গলবারের লোডশেডিংয়ের এলাকাভিত্তিক তালিকা রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত