শীত- লায়ন মোঃ গনি মিয়া বাবুল
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৩, ১৫:৫৩ | আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪০
শীত
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
শীত এসেছে বছর ঘুরে
নবান্ন সব ঘরে ঘরে,
নানা স্বাদের পিঠাপুলি,
আনন্দে আজ কোলাকুলি।
কুয়াশার চাদর মুড়িয়ে
মেঠো পথ পেরিয়ে,
শহরে শহরে পিঠা উৎসবে
আনন্দে মেতেছে সবে।
দুঃস্থ অসহায় মানুষ যারা
শীতে নিদারুণ কষ্টে তারা,
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে
উষ্ণতার হাত বাড়িয়ে দিতে,
আহ্বান জানাই সবাইকে
মানবতার সেবায় আসুন প্রত্যেকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত