শীতের প্রভাতে
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১১:১০ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯
নিতাই চন্দ্র দাস
----------------
ভোরের পাখি ডাকছে গাছে
মিষ্টি মিষ্টি গানে,
তানপুরাতে সাধছি কন্ঠ
গভীর ধ্যানে মনে।
শীতের ভোরে চাদর মোড়ে
যাচ্ছে পথিক দূরে
নীল আকাশে ডানা মেলে
যাচ্ছে পাখি উড়ে।
শীতের প্রাতে সবুজ ঘাসে
শিশির কণা হাসে
প্রকৃতির ঘন কুয়াশা
আপন মনে ভাসে।
খেঁজুর গাছের রসের হাড়ি
গাছি বইছে কাঁধে
গ্রামের ঐ পল্লী বধূরা
পিঠা পুলি রাধেঁ।
দিগন্তের ঐ চক্রবালে
বইছে হিমেল হাওয়া
খেঁজুর রসে পিঠা পায়েস
ধুম পড়েছে খাওয়া।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত