শিশু 

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ২০:৫৭ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩

কামরুল হাসান ফেরদৌস
--------------------------------


পথের পাশে অনাদরে 
নামহারা এক ফুলের কলি
গালভরা  এক নাম দিয়েছি
টোকাই না সে পথ-কলি। 

এইটুকুনই কাব্য করা
আর কিছু নয় বাস্তবতায়
অনাদরে সেই কলি সব
ফোটার আগে হায় ঝরে যায়।

নিজের ঘরে ননীর পুতুল
অতি আদর অত্যাচারে
দীনের ঘরে কঠিন জীবন 
শিশুর বিকাশ থুবড়ে পড়ে। 

ভাবনা শুধু নয় গো সুজন  
ঝাঁপিয়ে পড়ো কর্মধারায় 
সকল শিশু সুস্থ বিকাশ  
বাস্তবায়ন চাই অধিকার 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত