শিশু বানর হত্যার প্রতিশোধে ২৫০টি কুকুর হত্যা!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৯:২৪ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৪

ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে প্রায় ২৫০টি কুকুর হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২টি বানর আটক করা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই অঞ্চলে একটি শিশু বানরকে কুকুর হত্যা করে। পরে শিশু বানর হত্যার প্রতিশোধ নিতে বানর কুকুরছানাদের হত্যা করেছে।

বিড ফরেস্ট অফিসার শচীন এএনআইকে বলেন, অনেক কুকুর ছানা হত্যার সঙ্গে জড়িত ২টি বানরকে নাগপুর বন বিভাগের একটি দল আটক করেছে।

বানর ২টিকে নাগপুরে স্থানান্তরিত করা হচ্ছে এবং নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা।

স্থানীয়রা জানিয়েছেন, বানরগুলো গত কয়েক মাস ধরে লাভুল গ্রামে কুকুরছানাগুলোকে হত্যা করছে। কুকুরছানা দেখলেই তারা ধরে অনেক ওপরে নিয়ে যেত। তারপর সেখানে থেকে সেগুলোকে নিচে ফেলে দিত।


এএনআই জানিয়েছে, বানররা স্কুলগামী কিছু শিশুকে আক্রমণ করার পর স্থানীয়রা ধারুরের বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে। এই অদ্ভুত ঘটনা গ্রামবাসী এবং কর্তৃপক্ষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত