শিশু ধর্ষণের অভিযোগে পঞ্চগড়ে আটক এক

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩১ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৪:০৮

পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ওই ধর্ষণকারীর বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে।

পঞ্চগড় সদর থানায় এ বিষয়ে মামলা করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়,  সদর উপজেলার জালাসি পাড়া এলাকার বাসিন্দা তহিদুল ইসলামের শিশু পূত্র আল মাহমুদ হৃদয় (১০) গত ৩১ জানুয়ারি  ভোরে আল কারীম হামিউস সুন্নাহ মাদ্রাসায় হেফজ অধ্যায়ন করা জন্য যায়। ওই হেফজ খানায় অধ্যায়ন শেষ করে সকাল ১১ টার দিকে কম্বল নিয়ে ঘুমিযে পড়লে মামলায় অভিযুক্ত আসামি রবিউল ইসলাম (২১) তাকে জোড়পূর্বক র্ধষণ (বলাৎকার) করে। ওই রবিউল ইসলাম একই ভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গত ৫ জানুয়ারি একই গ্রামের বাসিন্দা রনি উসলাম (১০) কে র্ধষণ করে। বাদি তার বড় ভাই  বিপ্লব।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, ঘটনার পর আটককৃত  আসামীকে ওই দিন আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত