শিশুদের মনোগ্রাহী নৃত্য পরিবেশনা উপভোগ করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৩, ১৪:২৯ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৫১
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের একাংশ উদ্বোধনের প্রাক্কালে শিশুদের মনোগ্রাহী নৃত্য পরিবেশনা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৭ অক্টোবর) সকালে তৃতীয় টার্মিনালের একাংশ উদ্বোধন করেন তিনি। এ সময় শিশুদের নৃত্য শেষ হলে তাদের সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে প্রধানমন্ত্রীকে।
এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের একাংশ ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। চেকিং পয়েন্ট, ইমিগ্রেশন কাউন্টার, প্রি-বোর্ডিং সিকিউরিটি জোন, বোর্ডিং ব্রিজ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তৃতীয় টার্মিনালের নির্মাণ যজ্ঞের স্থিরচিত্র পরিদর্শন করেন শেখ হাসিনা।
উল্লেখ্য, শেখ হাসিনাকে এ সময় তৃতীয় টার্মিনাল সম্পর্কে ব্রিফিং করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান (বেবিচক) এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত