শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ১১:২৯ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:০৮

দেশের ডিজিটাল প্লাটফর্ম ও ওয়েব সিরিজ বিস্তারের কারণে দেশের নাট্যাঙ্গন ও অভিনয়শিল্প কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে- এ বিষয় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল (৫ নভেম্বর) ‘সাম্প্রতিক কাহিনি ও অভিনয় বাস্তবতা’শীর্ষক এ সেমিনারের আয়োজন করে অভিনয় শিল্পী সংঘ।

‘সাম্প্রতিক কাহিনি ও অভিনয় বাস্তবতা’শীর্ষক এ সেমিনারে অভিনয় অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সেমিনারে উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশিদ, অভিনেতা জাহিদ হাসান, তৌকীর আহমেদ, অভিনেত্রী তারিন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, র্নিমাতা-অভিনেতা বৃন্দাবন দাস, সালাউদ্দিন লাভলু প্রমুখ।

সেমিনারে আলোচনার বিভিন্ন পর্বে উপস্থিত অন্যান্য অভিনেতারা-অভিনেত্রীরাও তাদের বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত