শিবচরে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ, ১৭ মরদেহ উদ্ধার
প্রকাশ: ৩ মে ২০২১, ০৮:৫০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২০
মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোর্ডের সংঘর্ষের ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (৩ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান সাংবাদিকদের জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে ২২-২৪ জন যাত্রী নিয়ে মাাদরীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি আসলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়।
খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। সাঁতরে তীরে উঠেছেন ৪ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত