শিবচরে বজ্রপাতে যুবক নিহত, আহত-৩
প্রকাশ: ৭ জুন ২০২১, ২০:৩২ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪
মাদারীপুরের শিবচরে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে ও ৩ জন আহত হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা হাজী ইয়াছিন মোল্লাকান্দি গ্রামের রাকিব হাওলাদার (১৮) বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিল। এসময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে প্রচন্ড বজ্রপাত নিপতিত হতে থাকে। রাকিব নিজ বাড়ি সংলগ্ন রাস্তায় আসলে এসময় একটি বজ্রপাত তার উপর নিপতিত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রাকিব দোতারা হাজী ইয়াছিন মোল্লাকান্দি গ্রামের জহিরুদ্দিন হাওলাদারের ছেলে।
এদিকে একই গ্রামে পৃথক বজ্রপাতে গৃহবধূ শিল্পি বেগম (৩৬) আহত হয়েছে। এছাড়া একই উপজেলার কাদিরপুর এলাকায় বজ্রপাতে গৃহবধূ হাসিনা বেগম (৩৫) ও মাহিমা আক্তার (১৯) আহত হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত