শিবচরে বজ্রপাতে একজন নিহত, আহত ভাই
প্রকাশ: ৫ জুন ২০২১, ১৯:২৫ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০১:৩৫
শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলায় বজ্রপাতে বজ্রপাতে ইব্রাহিম বেপারী (৫০) নামের একজন মারা গেছে এসময় হুমায়ুন বেপারী (৬০) নামের তার ভাই আহত হয়।
মৃত ইব্রাহিম বেপারী উপজেলার পশ্চিম সন্ন্যাসীরচর গ্রামের সোলেম বেপারীর ছেলে। তিনি পেশায় কৃষক। শিবচর থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন ঘটনার সত্যতা জানান।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ইব্রাহিম বেপারী ও তার ভাই হুমায়ুন বেপারী তাদের নিজ জমিতে বাদাম ক্ষেত থেকে বাদাম তুলে বাড়ির সামনে একটি ক্ষেতে শুকাতে দেন। শনিবার দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় হঠাৎ একটি বজ্রপাত নিপতিত হয়ে দুই ভাই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে সেওয়ার পথে ইব্রাহিম বেপারী মারা যান।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, দুপুরে সন্নাসীরচরে বজ্রপাতে একজন মারা গেছেন। তবে আহত একজন সুস্থ হয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত