শিবচরে অগ্নিসংযোগের পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

  শফিক স্বপন মাদারীপুর   

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১৯:২০ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮

মাদারীপুর জেলার  শিবচরে কাদিরপুরের ঢালীর হাটের নিকট অগ্নিসংযোগে চারটি বসদ ঘর , তিনটি গরু, দুইটি ছাগল,সহ বসদ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই।

মাদারীপুর জেলা শিবচরের কাদিরপুরের ৮ নং ওয়ার্ডের ঢালীর হাটে নিকটে শনিবার সন্ধ্যায় গোয়াল ঘরের মাশার কয়েনের আগুন থেকে অগ্নিসংযোগ হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে ।

স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে পরে এরি মধ্যে চারটি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার বিষয়ে জানতে পেরে শিবচরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলে আগুন সমর্পণ নিয়ন্ত্রণে আনে।

ঘটনা সূত্রে জানাযায় শনিবার সন্ধ্যায় গোয়াল ঘরের মাশার কয়েনের আগুন থেকে অগ্নিসংযোগ শুরু হয়,এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মোঃআব্দুল হক বেপারী, মোঃ নুরুমিয়া বেপারী ,মোঃ ইউসুফ খলিফা , মোঃ ইসরাফিল খলিফা, তাদের চারজনের ঘর বাড়ি এবং গৃহপালিত পশু সহ সব পুড়ে ছাই হয়ে যায়,। পুড়ে যাওয়া চারটি পরিবারে মাঝে বইছে শোকের মাতম। আগুনে পুড়ে প্রায় ১৯লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে  বলে  প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত