শিবচরের ১৩ ইউপিতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৯:৪৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:১২
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মূখর পরিবেশে মাদারীপুরের শিবচরের ১৩ ইউনিয়নের চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে । প্রতীক বরাদ্দ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল নিরাপত্তা ব্যাবস্থা ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় , বৃহস্পতিবার সকাল থেকে উৎসব মূখর পরিবেশে উপজেলা রির্টানিং কর্মকর্তাদের কার্যালয়ে দত্তপাড়া, শিবচর, পাঁচ্চর, মাদবরচর, কুতুবপুর, কাদিরপুর, দ্বিতীয়খন্ড, ভান্ডারীকান্দি, বাঁশকান্দি, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিন, নিলখী ও শিরুয়াইল ইউনিয়নের চেয়ারম্যান, সাধারন ও সংরক্ষিত আসনের সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত