শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২১ জুন
প্রকাশ: ২ জুন ২০২১, ২০:১৯ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১২
স্থগিত থাকা প্রথম ধাপের শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ২১ জুন।
শিবচরের ১৩ ইউনিয়ণ পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৩ জন, মেম্বার পদে ৪শ ১০জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১শ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে কমিশন বৈঠক করে ইসি
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, সে ব্যপারে কমিশন থেকে সিদ্ধান্ত যাবে।
সচিব বলেন, লক্ষ্মীপুর-২ শূন্য আসনের স্থগিত হওয়া নির্বাচন এবং ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচন বিষয়ে আশা করি আজকেই বিজ্ঞপ্তি জারি হবে। বিজ্ঞপ্তি জারি হলেই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত