শিবগঞ্জে  ২ চেয়ারম্যান প্রার্থীর পৃথক পৃথক নির্বাচনী পথ সভা

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ০৭:৩৭ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:৩৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নির্বাচনী  প্রচারণার তুঙ্গে আওয়ামীলীগ দলীয় প্রার্থী মহিদুল ইসলাম এর নৌকা মার্কা  ও যুবলীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন স্বতন্ত্র প্রার্থী মটর সাইকেল মার্কার  পৃথক পৃথক নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিহার ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মহিদুল ইসলাম এর নির্বাচনী পথসভা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ঠান্ডার সভাপতিত্বে বিহার এম.এ.এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী পথসভায়  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল  আহসান রিপু, জেলা স্বেচ্ছায় সেবকলীগ এর  সভাপতি সাজেদুর  রহমান শাহীন,  জেলা ছাত্রলীগ নেতা তৌহিদ আহমেদ, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু,  আওয়ামীলীগ নেতা মাস্টার হাবিবুল আলম প্রমুখ। অপরদিকে শোলাগাড়ী বাসষ্ট্যান্ডে  বিহার ইউনিয়নের  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতিন এর মোটর সাইকেল মার্কার নির্বাচনী পথ সভা  হায়দার আলী মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, প্রার্থী মতিউর রহমান মতিন, সমাজ সেবক সাইফুল ইসলাম,  আবেদ আলী প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত