শিবগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার আটমুল ইউপি চেয়ারম্যান বেলাল
প্রকাশ: ২৪ মে ২০২২, ১০:০২ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:২১
বগুড়ার শিবগঞ্জের আটমূল ইউনিয়ন চেয়ারম্যান বেলাল হোসেন সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আটমূল বাজারের বায়েজিদের দোকানের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।
এঘটনায় শাকিব হাসান(১৮) নামে এক যুবকও আহত হয়। সে আটমূল গ্রামের শাহিনুর মন্ডলের পুত্র। চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, আজ আমার ইউনিয়নের নান্দুরা মাদ্রাসায় ভোট ছিলো। ভোটের পরাজিত প্রার্থীর লোকজন এবং পূর্বের রাজনৈতিক প্রতিপক্ষরা সুযোগ বুঝে আমাকে হামলা করে।
আহত শিক্ষার্থী সাকিব বলেন, আটমূল গ্রামের নফেল মন্ডলের পুত্র রাজু আহমেদ এ হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানান, আটমূল বাজারে ভোটে পরাজিত প্রার্থীর সমর্থক রাজু ও জাকারিয়া মেম্বার কাজলের দোকানে হামলা করে। চেয়ারম্যান বেলাল তা প্রতিহত করতে গেলে চায়ের কাপের আঘাতে তার চোখে গুরুতর জখমপ্রাপ্ত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার এসআই স্বপন মিয়া। হামলার শিকার চেয়ারম্যান বেলাল শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চোখের প্রাথমিক চিকিৎসা নিয়ে শজিমেকে উন্নত চিকিৎসার জন্য গিয়েছে।
এঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত সাকিব শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত