শিবগঞ্জে সংবর্ধনা পেলো পুলিশ কনস্টেবলে সদ্য চাকুরী পাওয়া  ৭ গর্বিত সদস্য 

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ১০:২০ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১০:৪২

বগুড়ার শিবগঞ্জ থানার আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ কনস্টেবলে সুপারিশকৃত ৭ গর্বিত সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে থানা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়নের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, বিহার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মহিদুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুত্তালিব মোল্লা, বুড়িগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, ময়দানহাট্টা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবু জাফর, দেউলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহেদুল ইসলাম, শিবগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, আটমূল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল হোসেন।
 
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান,  যুবলীগ নেতা সাহাব উদ্দীন শিবলী। উক্ত অনুষ্ঠানে পুলিশ কনস্টেবল পদে সুপারিশকৃত ৭পুলিশের গর্বিত সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত