শিবগঞ্জে শ্রমিক নেতা খুন
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৫ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৪:২৭
বগুড়া শিবগঞ্জে কিচক বন্দরে আন্তঃ জেলা ট্রাক অফিসের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম নামে এক ট্রাকশ্রমিক নেতা খুন হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধার ৭টার দিকে দিকে উপজেলার কিচক বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ৫২ বছর বয়সী শহিদুল ইসলাম উপজেলার বেলাই কেকার পাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিচক বাজারে ছুরিকাঘাতের শিকার হন শহিদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছুরিকাঘাতে শহিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত