শিবগঞ্জে শব্দলদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমি ভবন উদ্বোধন
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৩:২১ | আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২২:৪৭
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শব্দলদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয় এর ৪ তলা ভিত্তিপ্রস্তর বিশিষ্ট ১ তলা একাডেমি ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকালে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন ৩৭বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ এম.পি।
পরে বিদ্যালয় মাঠে অত্র প্রতিষ্ঠানের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এক সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, রায়নাগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। এসময় উপস্থিত ছিলেন সহকরী শিক্ষা প্রকৌশলী ওমর ফারুক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলীসহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত