শিবগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন  

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১৫:১৫ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪২

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বগুড়ার শিবগঞ্জে  জাতীয়  মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে রোববার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর একটি বর্ণাঢ্য  র‍্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হাফিজার রহমান অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী সহ বিভিন্ন দফতর প্রধানগণ, মৎস্য চাষী, ব্যবসায়ি, স্থানীয়ভাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত