শিবগঞ্জে মৎসচাষি সুফলভোগীদের মাঝে মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান
প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ১৬:১৬ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:০৯
বগুড়ার শিবগঞ্জে মৎস চাষীদের মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হাফিজুর রহমান অডিটোরিয়ামে মৎস অধিদপ্তরের আয়োজনে মৎস চাষি সুফল ভোগীদের মাঝে মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশ গ্রহণ কারী ৩৬ জন মৎস্য চাষীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। বক্তব্যে নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন আপনারা পরিকল্পিত ভাবে পুকুর খনন ও মাছ চাষ করবেন। এতে করে দেশ ও জাতীর উন্নায়ন ঘটবে। তিনি আরো বলেন, কৃষি জমির মাটি অপরিকল্পিত ভাবে বিক্রি করার উদ্দেশ্যে গভির ভাবে খনন করে মাছ চাষ করা যাবে না। এতে শুধু কৃষি জমি ধ্বংস হবে। তাই আপনারা প্রশিক্ষণ অনুযায়ী পুকুর খনন ও মাছ চাষ করুন। এবং দেশের কাজে এগিয়ে আসুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা আব্দুস সাকুর, মৎস্যজীবী তৌহিদুল ইসলাম ঠান্ডা সহ আরো অনেকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত