শিবগঞ্জে মেদিনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১৯:২৩ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মেদিনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র- ছাত্রীদের আয়োজনে অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষকদের এক বিদায়ী সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেদিনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেদনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহুরুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা মোবাইল কনফারেন্স মাধ্যমে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহান,শিবগঞ্জ সদর ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, মেদনিপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি আবু জাফর মন্ডল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, মেদিনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আজাহার আলী, ,ইউপি সদস্য আবদুল গফুর সরকার, ইউপি সদস্য চুন্নু মিয়া, মেহেদী হাসান খোকন,মেদনিপাড়া দাখিল মাদ্রাসার সুপার আক্তার উদ্দিন, খন্দকার, গুজিয়া কন্ফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনুর ইসলাম,
সহযোগিতায় প্রাক্তন শিক্ষার্থী আশরাফুল ইসলাম, জামিনুর রহমান শেখ,সোহেল রানা,সুমন সরকার, প্রশান্ত, শাহান,আলমগীর, মিজানুর রহমান, শাহ আলম,খায়রুল ইসলাম, তারেক, হারুনুর রশিদ, ওমর ফারুক, সজীব সরকার, কাওছার সরকার, শুভ,ময়নুর, শাকিল, রাসেল, গোলাম রাব্বি, জুলফিকার প্রমুখ।
উল্লেখ্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে মেদনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান শিক্ষক শাজাহান আলী, সহকারী শিক্ষক আজিজুর রহমান বুলু,লুৎফর রহমান ও শামসুল আলম স্যারের অবসর জনিত কারণে তাদেরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত