শিবগঞ্জে মনোনয়ন প্রত্যাহার করলেন ১৫ চেয়ারম্যান প্রার্থী

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১৮:৫৫ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩

বগুড়ার শিবগঞ্জের ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এছাড়া ২২ জন সদস্য ও ২ জন মহিলা সদস্যও তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তারা রিটার্নিং কর্মকর্তার নিকট এসব মনোনয়ন পত্র জমা দেন। মঙ্গলবার সন্ধ্যায়  তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান।

মনোনয়ন প্রত্যাহারকারী ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হলেন,ময়দানহাট্টা ইউনিয়নের মাহবুব মোর্শেদ, শাহানা বেগম ও মেজবাউল আলম,কিচক ইউনিয়নের শাজাহান আলী,আব্দুল আলীম,মোমিনুল ইসলাম চৌধুরী, শিবগঞ্জ ইউনিয়নের রাকিব আকন্দ, সৈয়দপুরের ছানোয়ারুল ইসলাম,পিরবের শামিমা আক্তার,রায়নগরের তাজুল ইসলাম ও শফিকুল ইসলাম শাহীন,বিহারের মোনায়েম হোসেন ইকবাল ও জহুরুল ইসলাম ঠান্ডু,বুড়িগঞ্জের সাইদুর রহমান ও আটমূল ইউনিয়নের নজরুল ইসলাম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত