শিবগঞ্জে  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হস্তান্তর 

  রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৪ |  আপডেট  : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৯

বগুড়ার শিবগঞ্জে বহুল প্রতীক্ষীত মডেল মসজিদ হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে  পৌর  এলাকায় নির্মিত এই  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি পরিদর্শন ও সবকিছু বুঝিয়ে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদের সভাপতি জিয়াউর রহমান। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামি ফাউন্ডেশনের অর্থায়নে  নির্মিত তিনতলা  বিশিষ্ট ১২ হাজার ৬শ বর্গমিটারের মসজিদের দুই ও তিন তলায় রয়েছে মূল নামাজ ঘর। নবনির্মিত এই মসজিদে একসঙ্গে ১ হাজার ২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সংশ্লিষ্টরা জানান, মডেল মসজিদগুলোতে ১৩টি বিশেষ সুবিধা থাকবে। এগুলো হলো- মসজিদে হজযাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা, নারী ও পুরুষের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষা ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা।  উপজেলা  ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়াটেকার একরাম হোসেন বাবু বলেন আগামী শুক্রবার থেকে  নামাজ আদায় কার্যক্রম শুরু করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন এটা শুধু মসজিদ না, ইবাদতের পাশাপাশি একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও। এসময় উপস্থিত ছিলেন গণপুর্ত বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী ( চঃ দাঃ) আরিফুল ইসলাম,  এস এম জাকির,  বগুড়া জেলার উপ- সহকারী প্রকৌশলী  রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, ঠিকাদার প্রতিনিধি  রাজু আহমেদ প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত