শিবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান, বসত বাড়ি ও মাদ্রাসা ভস্মীভূত
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১২:৫৭ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১৩:১৪
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় বেশ কয়েকটি দোকান,বসত বাড়ি ও একটি মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার দিনগত রাত পৌণে ১ টার দিকে মোকামতলা - সোনাতলা রোডের ভাই ভাই বেকারির সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৪ টি ইউনিটের ২ ঘন্টা প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দিনগত রাত পৌণে ১ টার দিকে সোনাতলা রোডের ভাই ভাই বেকারির সামনে মানিক মিয়া নামের এক ব্যক্তির পার্সের দোকান ও দোকানটিতে রাখা ৮ টি মোটরসাইকেল, মিঠু মিয়ার একটি লেপ তোষকের দোকান ও একটি মুদি দোকান, রাসেল ডাক্তারের বাড়ি, ফ্রেন্ডস ট্রেডার্সের ডিজেল পেট্রোল ও গ্যাসের দোকান এবং অমিত সাহার তেল পেট্রোল ও গ্যাসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দোকানের পিছনে অবস্থিত একটি মহিলা মাদ্রাসা আগুনে ভস্মীভ‚ত হয়েছে।
ব্যবসায়ীরা জানান,দোকানের ভিতরে থাকা সকল পন্য ও নগদ টাকা পুরে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় কিছুই বের করতে পারেননি তারা। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সংবাদ পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার ষ্টেশন ও পরে সোনাতলা, বগুড়া সদর ও কাহালু ফায়ার ষ্টেশনের মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এসময় আগুন নিভাতে গিয়ে রুহুল আমিন নামের বগুড়া ফায়ার ষ্টেশনের এক ফায়ার ফাইটার আহত হন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত