শিবগঞ্জে ভূমিকম্পে প্রাচীর চাঁপায় প্রাণ গেল কিশোরের
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১৯:০৮ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩
বগুড়া শিবগঞ্জে ভূমিকম্পে প্রাচীর চাঁপায় প্রাণ গেল সিয়াম (১৪)নামের এক কিশোরের। সিয়াম শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ী পশ্চিম পাড়া গ্রামের মোঃ ফরহাদ হোসেনের দ্বিতীয় ছেলে। বুধবার ২৮ এপ্রিল সকাল ৮টা ৩০মিনিটে বাড়ীর পার্শ্বে পরিত্যাক্ত একটি মাটির প্রাচীরের পার্শ্বে বসে মোবাইলে গেম খেলছিলো সিয়াম।
ভূমিকম্পে মাটির প্রাচীরের এক অংশ ভেঙ্গে সিয়ামের মাথার উপর পরে গেলে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি খুব মর্মান্তিক। মানবিক দিক বিবেচনায় বিনা ময়নাতদন্তের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত