শিবগঞ্জে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন
প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১৭:০৩ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:১৬
বাংলাদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গড়া “বিশ^বিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ” শিবগঞ্জ এর উদ্যোগে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গনে কয়েক প্রজাতি ঔষধী ও সৌন্দর্য বর্ধনকারী গাছ লাগানো হয়। এই কর্মসূচীর ধারাবাহিকতায় গত সোমবার ১৩তম দিনে এবং কর্মসূচীর শেষ দিনে শিবগঞ্জ উপজেলা পরিষদ, সহকারী পুলিশ সুপারের কার্যালয়, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শিবগঞ্জ থানা প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, শিবগঞ্জ ও সোনাতলা উপজেলার সার্কেল এএসপি তানভীর হাসান, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা তারক নাথ কুন্ড, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জাফরিন রহমান, কৃষি কর্মকর্তা জনাব আল মুজাহিদ, ইমার্জেন্সি মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ এ এইচ এম শামীম। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুর রাজ্জাক (প্রভাষক শাহ মখদুম কলেজ, রাজশাহী), মো: জুয়েল ইসলাম জিতু (খাদ্য পরিদর্শক), সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য ডিরেক্টর অব প্লানিং ওমর ফারুক, ডিরেক্টর অব মিডিয়া এন্ড পাবলিকেশন শাকিল আহমেদ, ডিরেক্টর অব অর্গানাইজিং আনিসুর রহমান প্রমুখ।
বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি শুরু হয় ২৮ জুলাই থেকে যা সমাপ্তি ঘটে ৯ আগস্ট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে বৃক্ষরোপণ ও বিতরণের মধ্যে দিয়ে। সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতার মাধ্যমে সমগ্র উপজেলা ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়। ফলজ, বনজ, ঔষধি গাছসহ হরেক প্রজাতির গাছ লাগানো হয়।
সংগঠনের উপদেষ্টা সাবিহা আলম মুন্নি( শিক্ষানবিশ আইনজীবী জজ কোর্ট, ঢাকা) বলেন, " ২০১৮ তে যাত্রা শুরুর পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা ভবিষ্যতে শিবগঞ্জ উপজেলাকে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতীতে একটি মডেল থানা হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা রাখি।"
অত্র সংগঠনের আর এক উপদেষ্টা মোঃ আরিফ বিল্লাহ বলেন, “গাছ আমাদের পরিবেশের জন্য কতটা অপরিহার্য এটা আমরা জানি কিন্তু উপলব্ধি করতে পারিনা। মানুষের চিন্তা শক্তি বিকাশে বই যতটা জরুরি, শারীরিক সুস্থতা, পুষ্টির চাহিদা পূরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানো ততোটাই জরুরি।
বিগত ১২ দিন শিবগঞ্জ উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানোর কর্মসূচির মধ্যে দিয়ে আমরা বিশাল একটা সংখ্যক মানুষকে গাছ লাগানোতে উদ্বুদ্ধ করতে পেরেছি। আগামীতে এরকম কর্মসূচি অব্যাহত থাকবে এটাই সবার প্রত্যাশা"।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত