শিবগঞ্জে  বুড়িগঞ্জ হাট রক্ষার্থে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন 

  রশিদুর রহমান রানা   শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১ জুন ২০২২, ২১:৩২ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ২০:৪৫

বগুড়ার  শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বুড়িগঞ্জ হাট  কমিটির  আয়োজনে  বুধবার  উপজেলা পরিষদ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের করা হয়।  সংবাদ সম্মেলনে বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান ও বুড়িগঞ্জ হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম চঞ্চল লিখিত বক্তব্যে বলেন, সরকারি ইজারাকৃত বুড়িগঞ্জ হাট সর্বোচ্চ দরপত্রে ইজারা পাওয়া। এটিকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে কিছু স্বার্থন্বেশী মহল  সরকারি নিষেধজ্ঞা অমান্য করে হাট বারের দিনে অবৈধ ভাবে বগুড়া সদর উপজেলার নামুজা হাট বসিয়ে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে আসছে। বুড়িগঞ্জ হাটটি  কয়েক শত বছর ধরে  সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার বুড়িগঞ্জ হাট বসে। এই হাট সুনাম সর্বত্রই রয়েছে। যার ফলে ব্যবসায়ীদের ব্যাপকহারে আগমণ ঘটে এবং কেনা-বেচা হয়। কিন্তু কিছু স্বার্থন্বেশী ব্যক্তি এই হাটের দিন শুক্রবার ও সোমবার এর সাথে মিল রেখে পার্শ্ববর্তী সদর উপজেলার নামুজা হাটের দিন নির্ধারণ করেছে। যার ফলে এই হাটের হাটুরে ও দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। 

বুড়িগঞ্জ হাটটি সরকারি মূল্য ২ কোটি ১৮ লক্ষ টাকা, সেখানে নামুজা হাটের সরকারি মূল্য মাত্র ১০ লক্ষ টাকা। নামুজা হাটটি দীর্ঘ বছর থেকে নাম মাত্র  হাট পরিচালিত হয়ে আসছে। ইতিপূর্বে  জেলা প্রশাসক মহোদয় নামুজা হাট বার শনিবার ও মঙ্গলবার নির্ধারণ করে চিঠি ইস্যু করেন। কিন্তু  একটি মহল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বার বার গায়ের জোরে ও ক্ষমতার বলে বুড়িগঞ্জের হাট বারে নামুজা হাট বসানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যা আইন গতভাবে অবৈধ ও বেআইনী। এভাবে চলতে থাকলে বুড়িগঞ্জ হাটটি সরকারি ইজারামূল্য ব্যাপকভাবে হ্রাস পাবে এবং সরকারি বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে। তাই শিবগঞ্জ উপজেলার দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী হাটটি রক্ষায় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। 

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,  উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান  ফাহিমা আক্তার, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত