শিবগঞ্জে  বিপুল পরিমান নকল যৌন উত্তেজক ঔষধ জব্দ! 

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ১৯:০০ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০১:৩৬

বগুড়ার শিবগঞ্জে বিপুল পরিমান নকল ঔষধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

১৯ মার্চ শনিবার বিকেলে উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষিকোলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যৌন উত্তেজক ঔষধ ও কাশির সিরাপ তৈরীর সময় ঐ এলাকার মৃতঃ আবুল হোসেন কাজীর ছেলে শাহজাহান কাজী(৬০)কে ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং নকল ঔষধ ধ্বংস করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী হামিক উম্মে কুলসুম সম্পা বলেন, দীর্ঘদিন থেকে সে নকল ঔষধ তৈরী করে বিভিন্ন এলাকায় গোপনে বিক্রি করতেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত