শিবগঞ্জে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৫ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২০:২৭
বগুড়ার শিবগঞ্জে মাদক, সন্ত্রাস, জঙ্গবাদ, বাল্যবিবাহ প্রতিরোধ পুলিশি সেবা সহজীকরন কল্পে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
"বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি" "পুলিশ জনতা জনতাই পুলিশ" "আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন সেবা নিন" স্লোগানকে সামনে রেখে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মতবিনিময় সভা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর বুধবার শিবগঞ্জ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) মোঃ তানভীর হাসান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ সাবু, বিট ইনচার্জ মোঃ বেলাল হোসেন, সহকারী বিট অফিসার মোবিনুল ইসলাম শিবগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।যুবলীগের সভাপতি মোঃ সাফিউল সরকার সাফি সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত