শিবগঞ্জে নবাগত ইউএনও’র যোগদান
প্রকাশ: ১৭ মে ২০২১, ২০:০১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:১৭
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা মহোদয়কে উপজেলা প্রশাসন ও অফির্সাস ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।
(১৭ মে) সোমবার বিকেল সাড়ে তিনটায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে আসলে উপজেলা প্রশাসন ও অফির্সাস ক্লাবের পক্ষ থেকে তাকে বরণ নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, সহকারী প্রোগ্রামার মো. মাহফুজুর রহমান, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান মন্ডল, প্রশাসনিক কর্মকর্তা জালাল উদ্দীন, সিএ-কাম-ইউডিএ মো. রেজাউল করিম, অফিস সহকারী সিরাজুল ইসলাম, মাসুদ রানা, আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত নবাগত ইউএনও পূর্বে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা ময়মনসিংহ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত