শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট আহত এক

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ২১:১৬ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭


বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় এক জন আহত, থানায় অভিযোগ। আহত ব্যক্তির নাম মোঃ সুমন। সে শিবগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের জুয়েল ইসলামের পুত্র। 

অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জের চাউলিয়াপাড়া গ্রামের জুয়েল ইসলামের পুত্র মোঃ সুমন মিয়া সাথী নার্সারিতে কাজ করে। কাজ শেষে ইং ২০/১১/২০২১ তারিখ সন্ধ্যায় বাড়ী ফেরার পথে ভূরঘাটা গ্রামে পৌছা মাত্রই  আগে থেকে ওৎপেতে থাকা রিফাত, রিংকু, আফতাব সহ আরো অজ্ঞাত ৩/৪ ব্যক্তিগণ অতর্কিত ভাবে হামলা করে এবং এলোপাথারী ভাবে মারপিট করতে থাকে। তার চিৎকারে আশেপাশের্^র লোকজন এগিয়ে আসিলে তারা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এঘটনায় সুমনের বাবা জুয়েল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ তদন্তকারী অফিসার এসআই শরিফুজ্জামান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত