শিবগঞ্জে জামুরহাট দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি

  শিবগঞ্জ  (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ২০:৩২ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:২৩

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামুরহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার মাদ্রাসা শ্রেণী কক্ষে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত বিরতি হীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬২জন অভিভাবক সদস্য ভোটার ছিলেন। এদের মধ্যে ২২৭ জন তাদের ভোটাধিকার  প্রয়োগ করেন। নির্বাচনে ৮৬.৬৪% ভোট প্রয়োগের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুইটি প্যানেলে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে কামরুল ইসলাম এর মনোনিত প্রার্থীরা পূর্ণ প্যানেলে নির্বাচিত হন। নির্বাচিত হলেন ৪নং প্রতীকে মোঃ ওবাইদুল প্রাং ১১৮ ভোট পেয়ে ১ম হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩নং প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট। ৫নং প্রতীকে মোঃ আব্দুল কাদের জিন্না ১১৫ ভোট পেয়ে ২য় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম সরকার ৩৩ ভোট পান। আজিজুল হক ১১৫ ভোট পেয়ে ৩য় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আকবর ৩৩ ভোট পান। এছাড়া ইবতেদায়ী শাখায় ১নং প্রতীকে ওসমান গণি ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হনয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম ২৯ ভোট পান। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে শারমিন আক্তার সাথি বি,এ ২নং প্রতীকে ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ পরিমল বেগম ৬১ ভোট পেয়েছেন। এছাড়া শিক্ষক প্রতিনিধি পদে দাখিল শাখায় আব্দুল লতিফ, ইবতেদায়ী শাখায় মাওলানা আজাহার আলী, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ফাতেমা খাতুন নির্বাচন হন। দাতা সদস্যপদে আব্দুল মতিন ও প্রতিষ্ঠাতা মোকছেদ আলী মনোনিত হন। 

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস শাকুর, সহকারি প্রিজাইডিং দায়িত্বে ছিলেন সহকারি মৎস্য কর্মকর্তা মাহমুদুল নবী ও মোমিনুল ইসলাম। নির্বাচনের স্বার্বিক দায়িত্বে ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আহম্মদ আলী। মাদ্রাসার সুপার জানান, ভোটগ্রহনের সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সামান্য বিশৃংখলা সৃষ্টি হয়। কেন্দ্রের শৃংখ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত