শিবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ১৯:৩৭ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১২:০৫
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্যের আলোকে বগুড়ার শিবগঞ্জে ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা করা হয়েছে। শনিবার ১২ টায় উপজেলা হাফিজার রহমান অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিস ও সমবায়ী বৃন্দদের আয়োজনে সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভুমি) মৌলি মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা। উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মাহবুবুল হাসানের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মহাস্থান সঞ্চয় ঋণদান ও সমবায় সমিতির সভাপতি অধ্যক্ষ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য মাহমুদুল হাসান, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, আজিজুর রহমানসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত