শিবগঞ্জে  জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৩২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:১৪

বগুড়া শিবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা  পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধানদের এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে  মঙ্গলবার শহিদ হাফিজুর রহমান অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহমুদ মোরশেদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা ছাত্র,ছাত্রী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী।

অনুষ্ঠানে উপজেলার কলেজ,   মাধ্যমিক ও মাদ্রাসা  পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত গান, নৃত্য, অভিনয়, বক্তৃতা, হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে সভাপতি  পুরস্কার তুলে দেন।এ ছাড়াও উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে সার্বিক বিবেচনায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ক্রেস্ট এবং সনদ বিতরণ করেন।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত