শিবগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৭ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬
পৃথিবীজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ‘আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ স্লোগানে সারা দেশের ন্যায় শিবগঞ্জে পালিত হয়েছে জাতীয় কণ্যাশিশু দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে রাখেন সহকারি কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম। উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, মোকলেছুর রহমান, এস এম রুপম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত