শিবগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯ | আপডেট : ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৫
সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দিব’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়া শিবগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ৫ ফেব্রুয়ারি) সকালে রায়নগর ইউনিয়ন পরিষদদে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহীনুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন রায়নগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শোয়াইব, ইউপি সদস্য আবু রায়হান, মোহসিন আলী আজিজার রহামন, কমেলা বেগম, রায়নগর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী আমিনুর ইসলাম প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত