শিবগঞ্জে ক্যান্সার ও জটিল রোগীদের মাঝে এককালীন চেক বিতরন
প্রকাশ: ৬ জুলাই ২০২৪, ১৪:০৯ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩২
বগুড়া শিবগঞ্জে ক্যান্সার , কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া, রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় এককালীন অনুদানের চেক বিতরন করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১৩ জন রোগীরদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়ের তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার ভূমি তাসলিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব সবুজ, শফিকুল ইসলাম শফি, শহিদুল ইসলাম শহীদ, আসিফ মাহমুদ মিল্টন, বেলাল উদ্দিন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার ১৩ জন রোগীদের মাঝে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত