শিবগঞ্জে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন- ধর্ষক আটক

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১৯:৪৩ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:২৭

বগুড়ার শিবগঞ্জে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। ৪ মাসের অন্তঃসত্ত্বা কিশোরীর থানায় মামলা। পরে মামলার অভিযোগে ধর্ষক ইয়াছিন আলী (২০) কে আটক করেছে পুলিশ।

মামলা স‚ত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দোগাছি গ্রামের ১৫ বছরের এক কিশোরীর বাবা মারা যাওয়ার পর সে নানার বাড়ী বসবাস করে। 

এদিকে একই এলাকার বাসিন্দা জয়নাল মন্ডলের পুত্র ইয়াছিন আলী (২০) ওই কিশোর দিকে কুনজর পড়ে । একপর্যায়ে ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে লম্পট ইয়াছিন। সম্পর্কের জেরে কিশোরীকে একাধিকবার কুপ্রস্তাব দেয়। এতে কিশোরী রাজি না হলে পরবর্তী বিয়ে করবে বলে মিথ্যা আশ্বাস দিয়ে ফুসলিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এতে ওই কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ওই কিশোরী তাকে বিয়ে করতে চাপ দেয়। ইয়াছিন তখন ওই কিশোরীকে এড়িয়ে চলে এবং বিয়ে না করে বিভিন্ন তাল বাহানা দেখায়। এমতাবস্থায় ওই কিশোরী নিরুপায় হয়ে গত মঙ্গলবার তার মা ছফুরা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই শিবগঞ্জ থানা পুলিশ রাতেই ধর্ষক ইয়াছিন আলীকে গ্রেফতার করে। 

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে অভিযুক্ত ইয়াছিন আলীকে গ্রেফতার করা হয়েছে এবং কিশোরীকে শারীরিক পরীক্ষা করার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত