শিবগঞ্জে কার্পজাতীয় পোনামাছ অবমুক্তকরণ
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২৪ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৫:৩২
“নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ, বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জ উপজেলার উন্মক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২২ অর্থ বছরে উপজেলার বিভিন্ন মুক্ত জলাশয়, পুকুর ও নদীতে প্রায় ৪৮০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। তিনি উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার সিনিয়র সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান ফাহিমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সাক্কুর, শিক্ষা কর্মকর্তা সারওয়ার জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাফিউল ইসলাম প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত