শিবগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন-মসজিদে ফ্যান বিতরণ

  রশিদুর রহমান রানা   শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১৭:১৫ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৭:০০

বগুড়ার শিবগঞ্জে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে উপজেলার রাজস্ব ও উন্নয়ন তহবিল থেকে উপজেলার দুঃস্থ ও অসহায় ১৬ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ফাসিতলা সরকারি প্রাথমিক বিদ্যাল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার এ সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়াও মসজিদে মসজিদে সিলিং ফ্যান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রকৌশলী (নকশাকার) আঃ সাত্তার, দৈলতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক প্রমূখ। 

সেলাই মেশিন প্রাপ্ত আটমূল ইউনিয়নের রাহেলা বেগম বলেন, সেলাই মেশিন  আমার জীবন জীবিকা নির্বাহের  ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত