শিবগঞ্জে অভিরামপুর গাজমেতলা বন্ধন যুব ক্লাবের উদ্যেগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  রাশেদুর রহমান

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১৫:৪৮ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:১৪

বগুড়া শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে অভিরামপুর গাজমেতলা বন্ধন যুব উন্নয়ন  ক্লাবের উদ্যেগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ফুটবল ফাইনাল খেলায় গোকুল একতা ক্লাবকে ১-০ গোলে হারিয়ে গাজমেতলা বন্ধন যুব উন্নয়ন ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

শনিবার ( ২৮ জানুয়ারি)  বিকালে গাজমেতলা খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি। সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিব মোল্লার সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক রেজাউল করিম রেজা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ, ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি ছোলায়মান আলী ( মহুরি) প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত