বিদ্রোহী একজন, তিনজন স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত

শিবগঞ্জের ১১ ইউনিয়নে আওয়ামী লীগের জয়জয়কার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ২২:৪৩ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ২০:১২

শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে তৃতীয়দাপে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষিপ্ত ভাবে দু’এক জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এছাড়া বিহার  এম.এ.এম উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আটমূল ইউনিয়নে আটমূল উচ্চ বিদ্যালয়  ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার্থে  পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। এসব ঘটনা ছাড়া ১১টি ইউনিয়নের ভোট কেন্দ্রে গুলিতে উৎসব মুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে রায়নগর সহ বেশ কয়েকটি জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় বেশ কয়েকজনকে আটক করা হলেও নির্বাচন শেষে তাদের কয়েকজনকে ছেড়ে দেয়া হয়। 

উপজেলার ১০ ইউনিয়নে বেসরকারিভাবে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন, কিচক ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী এবিএম শাহজাহান চৌধুরী, বিহার ইউনিয়নে মহিদুল ইসলাম, বুড়িগঞ্জ ইউনিয়নে রেজাউল করিম চঞ্চল, দেউলী ইউনিয়নে জাহিদুল ইসলাম টাকো, শিবগঞ্জ সদর ইউনিয়নে শহিদ ইসলাম শহিদ, আটমূল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন, ময়দানহাট্টা ইউনিয়নে আবু জাফর, পিরব ইউনিয়নে আসিফ মাহমুদ মিলটন ও রায়নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফি ও মাঝিহট্ট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী  এসকেন্দার আলী সাহানা। অপরদিকে সৈয়দপুর ইউনিয়নে  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোত্তালিব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত