শিবগঞ্জের শহরতলীতে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০৯ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহরতলীতে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে উপজেলার উথলী শহরতলীতে এজেন্ট মেসার্স শান্ত ট্রেডার্স এর আয়োজনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। প্রধান বক্তা ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের রিজিওনাল হেড (এজেন্ট ব্যাংকিং ডিভিশন) মোঃ ফরিদ আহমেদ।
বিশিষ্ট ব্যবসায়ী মো. মোজাম্মেল হক খলিফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক বগুড়া এরিয়ার সিনিয়র এরিয়া ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং ডিভিশন) মো. মিজানুর রহমান, ডাচ্-বাংলা ব্যাংক বগুড়া শাখার সিনিয়র সেলস ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং) মো. হারুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোজাফফর আলী খলিফা, এজেন্ট আজিজুল হক, মীর সামারা টেলিকম এর মাস্টার এজেন্ট রায়হানুল হক রনি, শাহ্ কোল্ড স্টোরেজ এর ব্যবস্থাপক খোকন চন্দ্র, কাউন্সিল আঃ মমিন, ছাইদুর রহমান মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর, মেম্বার ফজলার রহমান, হাসানুজ্জামান হান্নান খলিফা প্রমূখ। পরে অতিথিবৃন্দ এ এজেন্ট ব্যাংকিং শাখা অফিস ও কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত