শিগগিরই আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:২১ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:১৫

চলতি সপ্তাহেই আসতে পারে একটি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ।

সোমবারের , ২০ জানুয়ারির পর একটি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ স্বল্পকালীন সময়ের জন্য আসার সম্ভাবনা রয়েছে।যা দেশের উত্তরাঞ্চল বা উত্তর-পশ্চিমাঞ্চলে প্রভাব ফেলতে পারে। এই শৈত্য প্রবাহের প্রভাব সারাদেশে না পড়লেও কুয়াশার পরিমাণ আগামী কয়েকদিন বাড়তে পারে। ফলে সারাদেশে শীতের অনুভূতি ও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) অবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা উত্তরাঞ্চলে কিছুটা নিম্নমুখী হতে পারে। এসময় একটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এর মেয়াদ হবে স্বল্পকালীন। উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের ফলে শীতের অনুভূতি বাড়তে পারে। আর এসময় সারাদেশেই কুয়াশার পরিমাণ বাড়বে। ফলে শীতের অনুভূতি কিছুটা বেড়ে যাওয়া কিংবা দিনের বেলাতেও শীত অনুভূত হওয়ার মতো বিষয়গুলো ঘটতে পারে। এছাড়া বাতাসের আদ্রতা এবং হিমেল বাতাসের কারণে শীতের প্রকৃত অনুভূতি বর্তমান সময়ের তুলনায় কিছু তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ১৯-২৫ জানুয়ারি পর্যন্ত মৃদু ধরনের শৈত্যপ্রবাহ ও কুয়াশাবেল্টের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা দেশের বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, ১৯ জানুয়ারির পর থেকেই শীত বাড়বে। যা ২৫ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এটি মৃদু ধরনের হবে। এটি উত্তরাঞ্চল থেকে শুরু হবে। তবে বরিশাল ছাড়া দেশের অধিকাংশ জায়গাতেই এটি প্রভাব ফেলবে। এতে তাপমাত্রা সামান্য হ্রাস পাবে, বিশেষত উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের জেলাগুলোতে এর প্রভাব বেশি অনুভূত হবে বলেও মন্তব্য করেছেন তিনি।ট

তবে রাজধানী ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে আজ দিনের তাপমাত্রা কমে আসতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এছাড়া দিনের তাপমাত্র সাধারনত ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

এছাড়া আজ সকাল ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় আদ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ। 

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত