শিক্ষার্থী শাহজালাল হত্যা,খুনিদের বিচারের দাবিতে টঙ্গবাড়ীতে মানববন্ধন 

  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ  প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮ |  আপডেট  : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৩

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড়ে দিঘিরপাড় এ সি ইনস্টিটিউশন এর নবন শ্রেনীর শিক্ষার্থী শাহজালালের খুনের ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয়ের সামনে থেকে র‍্যালী বের করে বাচ্চু হালদারের বাড়ি হয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে বক্তব্য দিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। নিহত শাহজালাল টঙ্গীবাড়ী উপজেলার রাজাবাড়ী চর এলাকার আনোয়ার বেপারীর ছেলে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,দিঘিরপাড় এ সি ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক এ কে এম মোশারফ হোসেন, সহকারি শিক্ষক ইমন হোসেন, লিয়াকত হোসেনসহ আরো অনেকে। এসময় শিক্ষার্থী শাহজালালের খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শাহজালাল মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বুধবার দুপুরে সদর উপজেলার চর বাংলাবাজার এলাকায় কৃষিজমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শাহজালালের বাবা আনোয়ার বেপারী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বুধবার রাতে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত